আজ নিয়ে এলাম নতুন এক এপের লেটেস্ট ভার্সন নিয়ে।

আজ নিয়ে এলাম নতুন এক এপের লেটেস্ট ভার্সন নিয়ে।
এন্ড্রয়েড আসার পর এখন আর জাভা ফোনের দিন নেই,জাভা ফোন গুলো যেনো হারিয়ে গেছে কোন এক গভীর জঙ্গলে,এখন এই প্রযুক্তির দুনিয়াতে রাজ করছে এন্ড্রয়েড নামের নতুন এক অপারেটিং সিস্টেম,যা আই টি সেক্টরের পুরো বাজার দখল করে নিয়েছে।এন্ড্রয়েড এই জনপ্রিয়তা অর্জন করেছে তাদের দেয়া বিভিন্ন ফিচারের মাধ্যমে,সে সকল ফিচার শুধু মাত্র সম্ভব ছিল কম্পিউটার যগতে।
এমন একটি ফিচার হলো HD Video Playback
এন্ড্রয়েডের মাধ্যমে খুব সহজেই 144p,360p,480p,720p,1080p,Blu-Ray Video প্লে করতে পারবেন,যা আগে অন্য কোন ফোনে [জাভা ফোন] সম্ভব ছিলো না।
আর এন্ড্রয়েডে এসব ভিডিও প্লে করার জন্য সব থেকে ভালো এবং উত্তম একটি প্লেয়ার হলো MX Player.
তাই আজ আমি আপনাদের সামনে হাজির হলাম MX Player এর সর্বশেষ ভার্সন নিয়ে,তাই আবার পেইড ভার্সন।MX Player এর আগের ভার্সন টি অনেকেই অনেক অভিযোগ করেছেন,যে এটি অডিও চালাতে পারে না, AC3 ফরমেট সাপোর্ট করে না সহ আরো অনেক কিছু।
তবে এই ভার্সনে সকল বাগ/সমস্যা দূর করা হয়েছে,আশা করি এবার আর নতুন করে কোন অভিযোগ করার সুযোগ পাবেন না।
MX Player Pro এর  মূল্য playstore এ $5.25 তাহ‌লে নি‌চে থে‌কে ফ্রিতে ডাউনলোড ক‌রে নেন ভা‌লো থাক‌বেন ধন্যবাদ।
তো আর দেরী কিসের এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন MX Player Pro এর নতুন ভার্সন।

App Name: MX Player Pro

App Version : 1.8.4
Size: 14.65MB

এই ১০টি যৌন রোগ সম্পর্কে জানুন, এবং সতর্ক থাকুন

এই ১০টি যৌন রোগ সম্পর্কে জানুন, এবং সতর্ক থাকুন
যৌনরোগ মানেই শুধুমাত্র এইড্‌স নয়। আরও বহু যৌনরোগ রয়েছে যা ঠিকমতো চিকিৎসা না-হলে মারণ আকার ধারণ করতে পারে। পুরুষ ও মহিলা উভয়েই সমানভাবে আক্রান্ত হতে পারেন এই সব রোগ থেকে।
যৌনরোগ বা যৌন সংসর্গের ফলে সংক্রামিত রোগের সংখ্যা নেহাত কম নয়। ঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
সব সময় যে অবাধ সঙ্গমের ফলেই এই ধরনের রোগ হয় তা নয়, কোনও একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কের ফলেও এই রোগ হতে পারে। এইড্‌সের সম্পর্কে কমবেশি সবাই জানেন কিন্তু এটি ছাড়াও আরও অনেক যৌনরোগ রয়েছে।
জেনে রাখুন বিভিন্ন যৌন রোগের নাম ও লক্ষণ –
১) ক্ল্যামিডিয়া
যোনি এবং পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ এই রোগের লক্ষণ। গড়ে ৫০ শতাংশ পুরুষ ও ৭০ শতাংশ মহিলাদের মধ্যে এই রোগ দেখা যায়। দ্রুত চিকিৎসা করলে সেরে ওঠা সম্ভব। ক্ল্যামিডিয়া হলে খুব সহজেই অন্যান্য যৌনরোগ বাসা বাঁধে শরীরে।
২) গনোরিয়া
সচরাচর ক্ল্যামিডিয়া এব‌ং গনোরিয়া একই সঙ্গে হয়। যোনি বা পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মূত্রত্যাগ করার সময় যন্ত্রণা ইত্যাদি এই রোগের লক্ষণ। চিকিৎসা না করলে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ।
৩) যৌনাঙ্গে হার্পিস
৮০ শতাংশ মানুষ যাঁদের যৌনাঙ্গে হার্পিস রয়েছে তাঁরা জানেন না যে তাঁদের শরীর আসলে একটি বিশেষ ভাইরাস দ্বারা আক্রান্ত। অজান্তেই তাঁরা সঙ্গী বা সঙ্গিনীর শরীরে সংক্রামিত করেন এই ভাইরাস। যৌনাঙ্গে ছোট ছোট ফোস্কার মতো র‌‌্যাশ এই রোগের লক্ষণ। ফোস্কা পরার বেশ কয়েক ঘণ্টা আগে থেকে চুলকানির অনুভূতি হয় যৌনাঙ্গে। একটি নির্দিষ্ট সময় অন্তর বার বার এই র‌্যাশগুলি বেরতে থাকে।
৪) সিফিলিস
প্রাচীনকাল থেকেই এই রোগে আক্রান্ত হয়েছে মানুষ। ঠিক সময়ে ধরা পড়লে সাম্প্রতিক কালে সহজেই সারানো যায় এই রোগ। কিন্তু রোগ বেড়ে গেলে তা সাঙ্ঘাতিক যন্ত্রণাদায়ক। যৌনাঙ্গ, পায়ু এবং মুখে আলসার হয়, এমনকী চোখ এবং মস্তিষ্কও আক্রান্ত হয়। যৌনরোগগুলির মধ্যে অন্যতম মারণ রোগ। তবে প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণ শরীরে চট করে ধরা পড়ে না।
৫) যৌনাঙ্গে আঁচিল বা ওয়ার্ট
যৌনাঙ্গ এবং পায়ুর আশেপাশে আঁচিলের মতো র‌্যাশ এক ধরনের যৌন রোগ। একত্রে একসঙ্গে অনেকগুলি আঁচিল দেখা যায়। হিউম্যান প্যাপিলোমাভাইরাস, যা সার্ভিক্যাল ক্যানসারের কারণ এবং যৌন সংসর্গে এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায়, তাই এই রোগের জন্ম দেয়

Contact Form

Name

Email *

Message *

 

About Author

Recent Comments